বন্ধু আমার মনের দোকানদার
মন কিনতে জানে বেচতে জানে
শুধু বুঝতে জানে না ।
পাইকারি দেয় নয় টাকাতে
খুচরা বেচে দশ টাকা
দিনের শেষে খালি করে
গুদামে রাখে বস্তা টা।
আসল মালের কথা কয়ে
ভেজাল দেখায় টক করে,
আমি মাতাল বোতল দেখি
ভিতরের মালের খবর রাখি না
ভালো খারাপ যাই হোক
ওসব কিছু বাছি না।
নেশার ঘোরে পাগল আমি
আর পাগল সারা দেশ
এরি জন্য পরতে হলো
ভদ্রলোকের বেশ ।
কথায় তাহার মিষ্টি এমন
জিভে জাগে স্বাদ
আবার এক কুড়িতে কিনলে পারে
কিছুই যাবেনা বাদ।
ভালো মালের চাহিদা বেশি
দাঁড়াতে হবে লাইনে
একবার ভুল করলে পারে
পস্তাতে হবে সারা জীবনে।