আজ জীবনের সুখ দুঃখের
সাথী বাংলা কবিতার আসর আর
তোমার কণ্টক মেশানো স্মৃতি গুলো।
যেন প্রতিটি মুহূর্তে জ্বলে ওঠে
আগ্নেয়গিরির জলন্ত লাভার মতো
শুধু বিকশিত হাওয়ার আশায়।
সাত বছর হলো এখনও ফোটেনি
মনের অন্তরালে লুকিয়ে আছে
শুধু তোমার পরশের অপেক্ষায়।
ফুল নয়,না বলা কথা হয়ে
ফুটে উঠতে চায় তোমার ঠোঁটে
বৃষ্টি নয়, তোমার চোখের জল
হয়ে বুঝতে চায় মনের ব্যাথা
স্মৃতি নয়,তোমার মুখ হতে চায়
যেন রোজ সকালে তুমি আমায় দেখ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি পাগল
তাই ফেসবুক,টুইটারে সোস্যাল মিডিয়ায়
প্রতিনিয়ত তোমায় খুঁজে বেড়ায়
আর প্রতিক্ষায় রই একটি মেসেজের
যাতে লেখা থাকবে প্রিয় তুমি কেমন আছো
আমি বলব সেই আগের মতোই।



এই কবিতাটি আমি বাংলা কবিতার আসর কে উৎসর্গ করলাম।হয়তো কবিতার আসর না থাকলে আমার এ কবিতা লেখা হতো না।
আর সেই প্রিয়জনকে ধন্যবাদ জানাই যে আজও আমাকে কবিতা লেখার প্রেরণা জোগাই।