সেদিন ট্রেনে                  ভীষণ ভিড়ে
               দারুন ঠেলাঠেলি ;
অর্ধ বৃদ্ধের                       চ্শমা পড়িল
           বলিল - একি নংরামি।


সেকথা শুনিয়া                  যুবক চটিল
         একথা তোমার সাজে কি ?
হয়েছে বয়স                    বাবার তুল্ল
           ভদ্রতা এখন শিখনি ।


চলিল তর্ক                   চড়িল গলা
         যায়না থামানো তাদের ;
যুবক বলিল             তোমাদের জন্য
            জাতীর লজ্জ্বা মোদের।


একথা শুনিয়া           ভাগ হয়ে গেল
           ট্রেনের যত শোয়ারি
পরিবেশ হইল           দারুন গরম
           উপক্রম মারামারি।


তাদের মধ্যে                   ছিল এক
               আদর্শ বাঙালী
বলিল - তোমাদের মত          বাঙালীর জন্য
                 মোদের মুখে চুন-কালি।


শুনে নাও যত                বাচালের দল
             পরিহার কর হিংসার
চরিত্র গড়                সহিষ্ণুতা দিয়ে
           সম্পর্ক গড় ভালবাসার।।