নির্জন নীল রঙের অন্ধকার ধুয়ে ফেলা রূপালী জোছনা।
রাত্রি ঝরে পরে চোখের উপরে।
ঘুম আসে না।
পায়চারি করে কত চিন্তা ভাবনা।
মন গুমরে গুমরে মরছে, জানি কি হবে উপায়।
ফিরে চায় মন শুধু তোমায়।
জোৎস্নার লাবন্য, লাজুক অন্ধকার।
শুধু বলে গল্প তোমার।
আদিম অন্ধকার চাই, ক্লান্ত শরীর।
জোৎস্নার দখলে থাকলেও আকাশে অনেক তারার ভীড়ে।
জানি তুমি কখনও আর হবে না আশ্রয় আমার।
তোমাকে খোঁজার চেষ্টাও করি না আর।
তবু স্মৃতি গুলো আসে ফিরে বারবার।
ধুসর অন্ধকার জেগে থাকে সারা রাত।
ভাবি জীবন মোহনায় তুমি যদি ফিরে আসো হয়ে সুপ্রভাত।