আমি হেটেছি সভ্যতার দ্বারে দ্বারে
পুষ্পরেণু ফুটাবো বলে তোমার বাগান ভরে
আমি পুড়েছি রৌদ্রতাপে
রয়েছি পরে বুক চেপে ধুলোঝড়ে


আমি মানিয়াছি কত-শত কষাঘাত
ফুটিবে বলে নতুন প্রভাত


আমি ঝড়ায়াছি রক্ত
দিয়াছি নিজেকে বলিদান
তাই সংস্কারের পরতে পরতে চিহ্নিত পাবে
মোদের  অগনিত প্রাণ


আমি শুদ্র রুপে রাখিয়াছি জাতির মান
আমি কংকালসার,অভিশাপ
মৃতপ্রায় জীবনের তরে ছোড়া
বাচিবার হাক