মানুষ হতে গিয়ে
আড়ালে  লুকিয়েছি হিংস্রতার বিষদাত
ছুটছি মানুষের মুখোশ পরে
শুন্য মাঝে থাবার নকশা একে


এগুচ্ছি তোমার রক্তাক্ত পথে
জিহ্বায় রক্তাক্ত স্বাদ নিয়ে
দিতে, না হয় নিতে ;
নৃশংস সত্তা
অগ্নি ঝরা প্রান্তরে


তাই নষ্ট মনের ঘুর্নায়মান তীব্রতায়
জ্বলছি, না হয় জ্বালাচ্ছি চৈত্রের বুক
মস্তিষ্কের  বিভ্রাটে