উপহাসের স্তরে স্তরে সাজিয়েছ মোর নীড়
যার ঘুটিতে দৈনতার ঘুন পোকার ভিড়
ছাদ তার জং ধারা টিনে
উদাম আকাশ পানে পরিবর্তনের প্রহর গুনে
প্রখর রোদে যদিও ক্ষানিক ছায়া মিলে
তাও হারায় তপন মধ্য আকাশে গেলে


আর বর্ষা সেতো নিত্য পড়ে টিনের ছিদ্র চুয়ে
সল্প বা অঝোর বেগের কালে
তাই শরতের স্যাত স্যাতে ভিটে মাটি
আর হেমন্তে!
দু-মুঠো ফসলে ভরে গোলার কানি


শীতের তীব্রতাই বা কে লয় মানি!
বিষ্ময় তাই ক্ষনিকের রোদ্র উঠেছে বলি
তয় বসন্ত কাটে কোকিলের কুহু স্বরে
তবে সেও হারায় কাক ডাকা ভোরে
নিশিধার স্বপ্নলোক ছেড়ে


আর এখন এখানে ! তৃষ্ণার্ত কাক ডাকে এক মনে
উঠোন পাড়ের মগ ডালে বসে
আর কোকিল!
সে নিয়েছে বিদেয় আসছে বসন্তে ঘড় বাধবে বলে