শ্রমিক আসছে টাকা যাচ্ছে
পণ্য আসছে ঘড়ে
ট্রানজিট দিয়ে মাল যাচ্ছে
খোঁজ কি রাখো মনে করে?


উত্তরে কৃষক শুকিয়ে মরে
পানির হিস্যে না পায়ে
কাটাতারে লাশ ঝুলে
রক্তাক্ত হৃদয়ে


বানিজ্য খাটতি চরম,বাম দিকটায় মাথা গরম
হিসেবটাতো এখন বুঝো, একটু মনে করে!


হিসেব তো ভাই কষছি ঠিকি
সকাল সন্ধ্যা মনে করে
সামনের মাসেই যুদ্বে যাবো কে ঠেকায় এবার মোরে
তাই রোজ নিচ্ছি খোজ সকল মাঠ ঘুড়ে
বাড়ি আমি এবার ফিরবো ঠিকি
চাকরির যুদ্ধ জয় করে


এখন বলো  দেখি
ট্রানজিট খুলে দিছে কবে?
ফারাক্কার বাধ সৃষ্টি হলো কত সালে!
আর ফেলানির লাশ ঝুলে ছিলো কত তারিখে?
যদি পারো ঘাটতির পরিমাণটা বলোতো ঠিক করে


বুঝই তো বাপু এ বছরেই মেয়াদউর্তীন হবো চাকরিটা এবার যে তুলতেই হবে ঘরে