আমি কত শত রাতের পর রাত জেগেছি
তপ্ত রোদে নিজেকে পুরিয়েছি
শীতের তীব্রতাকে আলিঙ্গন করেছি
শুধু মাত্র পরিবর্তন আশবে বলে

আমি অবহেলাকে শুকিয়েছি নিজ শরীরের
আঝরে ঝড়ে যাওয়া ঘামে
রক্তচক্ষুতে আপোষ মেনেছি
করেছি নিশ্চুপ আর্তনাদ
আসবে বলে পরিবর্তনের উত্তাপ


আমি শোককে পাথর করেছি
আনন্দকে করেছি ম্লান
বেধেছি বোবা সুরে গান
কোন এক রুপোলী বিকেলে মেলাতে মোর প্রাণ