বসন্ত তুমি ধীর পায়ে এগিয়ে আসো
মহুয়ার বাগানে
পলাশের ডালে এসে বসুক কোকিল
শালবনের বুক চিরে বেরিয়ে যাওয়া মেঠোপথে পরুক নগ্ন পায়ের পদাংক আজ
আমাদের গ্রাম্য পথে


বসন্ত তুমি এসো, এসে
চুপি সারে চুমু দাও শিমুলের লালে
ফসলী ক্ষেতে জমুক কৃষাণীর প্রেম
আর মাঘের ঠোট বেয়ে নামুক কিশোরীর যৌবন
পুষ্প সৌরভে


পৌষের আড়স্টতা ছেড়ে
তুমি এসো দুপুরের সুমিষ্ট রোদে
তুমি ধীর পায়ে এগিয়ে আসো
মহুয়ার বাগানে


বসন্তের মাতাল হাওয়ায়
উড়ে যাক সব শীত জমা চিঠি
ইলশেগুঁড়ি বৃষ্টিতে
ভিজে যাক নতুন কুড়ি
আর ঘড়ে বাজুক নায়র ফেরা বধুর তরি-ঘরি


বসন্ত, তুমি নেমে এসো দেবদারুর মুখে
শুহুরে রাস্তায় বয়ে যাক হিমেল হাওয়া
আর সিগারেটের ঠোটে
আচ দিয়ে যাক উষ্ণতা
অপরাহ্নের  এক কাপ লাল-চায়ে


বসন্ত তুমি ধীর পায়ে এসো
শীতের বুকে উষ্ণতার বার্তা বয়ে