আমার ঘরে শুধু আমি নই
অন্য কেউ বসবাসা করে  
আমার ঘরে আমি একা নই
আরো অনেকেই বাস করে
শুধু এই চেয়ার-টেবিল
কোমল তক্তোপোষ নয়
আরো অনেক প্রানের আনাগোনা চলে


অব্যাক্ত কথার ডানায় চরে আসে
ফিরে যাওয়া অতীত মুখ
অযাচিত ভিড় ডেকে
কথক হয়ে গল্প আসে
চারপেশের দেয়ালিকা জুড়ে
আর্তনাদ  করে আসে
সব ক্ষত বিক্ষত শরীর
এক রাশ অন্ধকার পুজি করে


প্রেমিকার মোহ আসে
বিভেদ মন্ত্রের জাদুকর আসে
পালাশীর প্রন্তর ছেড়ে আসে মীরজাফর
ছলছল নয়নে তেড়ে আসে
সব শব্দবিভ্রমের মিছিল  
আর বিষাক্ত মনের ঘাত -প্রতিঘাত এসে বসে  
একাকিত্ব আসনে,তিক্ত সম্ভাষণ ছুড়ে


সহস্র কোলাহল ভুলে মন এসে দাড়ায়
অনাকাঙ্ক্ষিত সমাবেশের সভাপতিত্বে
আর আমার ঘরে আমি তখন একা নই
অন্য কেউ  বসবাস করে  
আমার ঘরে শুধু আমি নই
আরো অনেকেই বসবাস করে