মনালিসার চোখে চোখ রেখে
মনালিসাকে নয় তোমাকে দেখেছি
অন্ধকার বিধিশার দিশা আমায় বনলতা নয়
দেখিয়েছে তোমার কাজল রঙের কেশ


এ যুগে দাঁড়িয়েও আমি সুচিত্রার শাড়ির আচলে দেখেছি তুমার সৌন্দর্য লীলা
বেলা বোসের বদলে কতবার ডেকেছি তুমায়  ২৪৪১১৯ নাম্বারে
তুমি শুনেছো অথবা শুননি


আমি কবিতা লিখিনি রুবি রায়ের জন্য
কিন্তু তোমার জন্য সাজিয়েছি শত শত ছন্দ
আমি চেয়েছি তুমায় সমরেশের মাধবীলতা রুপে
অপেক্ষা করেছি বৃষ্টির রাতে, তীব্র শীতে
কিংবা কোকিল ডাকা বসন্তে


কিন্তু তুমি আসোনি
এ হাতে হাত রাখোনি
এ চোখে চোখ রেখে
ডাকোনি আমায় পিয়াসী ঠোটে
পাগল করা কোন মাদকতায়
কিংবা অন্যরকম ভালোলাগায়
আমাদের অদেখা যৌথ ভুবনে