সারাটা দিনের সভ্যতার আলো
                  যখন ঘুমতে যায়।
       তারা দুজনেও ঘুমোতে যায়।
কিছু পরেই যেন অসভ্যতার কালো ছায়া
      ভর করে তাদের মনে।
রোজনামচার জীবনের ক্রিয়া কলাপে মত্ত হয় দুজনে।
দানবীয় মন যেন পার্থিব লিপ্সায় পরিপূর্ণ
আদি অনন্ত কালের জৈবিক কর্ম হয় নি যেন সম্পূর্ণ।
মানবিকতা আদর্শতা যোগ তখন ঘুমিয়ে থাকে কিছুক্ষণ
জৈবিক ক্রিকলাপে মত্ত হয় জীবন মন।
কিন্তু ভোর হলেই অন্ধকার আলোয় মুছে যায়।
রাতের লিপ্সাগুলো তখন লজ্জা আকারে মনের গভিরে চলে যায়।


সভ্যতার আলো আবার ফুটতে থাকে।