পায়ের ভিতটা নড়ে উঠতেই চেঁচিয়ে উঠেছিলাম।
সামান্য পা ঠেকা ঠেকিতে পর্যন্ত ক্ষিপ্ত হয়েছিলাম।


কটু কথা হয়েছিল কত
সব ঐ হিংসা দ্বেষের মত।


তখনি মনে পরে ঐ সাগরের
অপরিসীম জলের আধারের।


তখনি মনে পরে ঐ আকাশটা
        কত সুন্দর তার হৃদয়টা
শত শত তারারা কাটাচ্ছে জীবনটা।


শুনেছিলাম সেই দুর্ভিক্ষে
বাবা ছিনিয়ে খেয়েছিল ছেলের অন্ন
   সে তো শুধুই বেঁচে থাকার জন্য।


মনের প্রসারতা কোথায় যেন চলে যায়
উদাশ মন তাই আকাশে তাকায়।