তখন দৌড়াতে হত এক মুঠো ভাতের জন্য
তুলে দিতে হত পরিবারের মুখে অন্ন।
কষ্ট করে করতে হত উপার্জন
মনবিকতা বোধ ছিল সর্বক্ষণ
কারুর দুঃখে বুক ফেটে যেত
কিছু করার ইচ্ছে জাগত।


সময়ের অপেক্ষায় পাল্টে গেল দিন
টাকা পয়সার অভাব ক্রমশ মলিন
প্রাচুর্যতা জীবনে করেছে আজ ভর
ঈশ্বর যেন দিয়েছে কোন বর।


কারুর কষ্ট আর শুনি না
কারুর দুঃখে কান দি না।


হয়ত উঠেছে চারতলা বাড়ি
রয়েছে দু তিনটে গাড়ি
দরজা লেবেল সেঁটে দাঁড়িয়ে আছে দারোয়ান
আর বারেতে হাতটা টানে কোন এক পাশয়ান।


মানুষ কেমন যেন পাল্টে যায়
পার্থিব সম্পদ মনুষ্যত্বকে ছোট করায়।