যুদ্ধ চাই, জ্বলন্ত পরিবেশে আর্ত চিৎকারে ব্যথিত মানুষের হাহাকার শুনতে চাই।
কেমন লাগে যন্ত্রণা কেমন লাগে বিচ্ছেদ।হারানোর যন্ত্রণায় কাতর, রক্তাক্ত দেহের জ্বালাময় অনুভূতি দেখতে চাই।
লাশের মিছিলে স্বজনের চেহারা খুঁজে না পাওয়ায়
তীব্র অনিশ্চয়তা থেকে অব্যাক্ত আবেগ দেখতে চাই।
দেখ কেমন লাগে, বোঝ কেমন লাগে।
আমার ভাইয়ের রক্তাক্ত অবয়ব তোমাকে উচ্ছ্বসিত করত,
আর আজ তুমি তার ভুক্তভোগী।
তখন তুমি নিশ্চুপ ছিলে উপহাস করে বলেছিলে যুদ্ধে এমনই হয়।
আজ তোমার বিবেক সরব হয়েছে কারণ তুমি ভুক্তভোগী।
এখন আমি যুদ্ধ চাই, তোমাদের প্রতি প্রতিশোধ থেকে নয় বরঞ্চ আমার ব্যথা তোমাকে উপলব্ধি করাতে চাই।
গুলিতে ক্ষতবিক্ষত ভাইয়ের লাশের পাণে তাকাতে কষ্ট হচ্ছিল,বোমায় ছিন্নবিচ্ছিন্ন দেহটাকে কোনমতে কাফনে  মুড়ে দাফন করার কষ্টটা আজ হয়ত বুঝতে পারছ।
হ্যা, আমি যুদ্ধ চাই আমার ব্যাথাটা তোমাকে উপলব্ধি করাতে চাই।