আমার খাওয়া শেষ হলেও,
থামবে নাকো তুমি,
অবশেষে খেয়ে দিবে তোমার জন্মভূমি।
মৃত্যুতে সমাপ্তি আমার তোমার কোথায় শেষ,
তুমি খেয়ে যাচ্ছ আরো খাচ্ছ, হাড় মাংস আর তেল,
আমার হাওয়া ফুরিয়ে গেলে হয়ে যাব শেষ,
চোখগুলো মোর থাকবে সতেজ বালের চেয়ে কম,
রক্তগুলো জমাট বেধে করবে কর্ম শেষ।


দেহের জন্য মারামারি,দেহের জন্য আহাজারি,
দেহ কি আর থাকে, মনটা তোমার ভাল কর,
যেন আদমের সন্তানেরা মনে রাখে।
কর্ম গুলো ভাল হলেই ধন্য হবে জন্ম,
মরার পরের থাকবে বেচে তোমার কাজের জন্য।


দিনে দিনে কতকই আসে আর যায়,
সবার নামটা মনের রাখা মোদের জন্য দায়।
ভাল, মন্দ তোমার খায়েশ,
যা মনে চায় কর,
পরের জন্য গর্ত খুড়ে নিজেই তাতে পর।
ইতিহাসে লেখা আছে অনেক লোকের নাম,
সবার কি একই সমান পায়রে নিজের মান,
গুণটা যেমন নামটা তেমন মানুষেরই মাঝে,
সত্য কাজের সুনাম তো ভাই হরহামেসাই বাজে।
নাম লিখে যাও, যায় মুছে যায় কালের ধারায়,
ভাল কাজের অমর নামটা যায় নাকো হারায়ে।