হে সামাজিক কেন তুমি নিশ্চুপ আজ দেখে অবিচার,
কেন ধরো না হাতিয়ার করো না প্রতিকার,
বিবেক বুদ্ধি ব্যাস্ত বেচাকেনায়, মানবতা কাগজের ঠুংগা।
লুকিয়ে পাপচার, নিরীহে অত্যাচার,
মাঝে মাঝে কাঁদি,নিরবে ভাবী,
হে বিধাতা কেন বানালে আমাদের,
বানিয়েছ যখন তখন কেন এত অনাচার।