আজ বিজয়ের দিন, আজকে মোরা স্বাধীন,
শহীদের রক্তে রক্তিম বাংলা মায়ের প্রাণ,
কিভাবে শুধাব তোমাদের ঋণ,কি দিব প্রতিদান।


দেশের জন্য জীবন দিলে পেলাম সোনার বাংলা,
সবাই এখন মুজিব জিয়া তোমরা যেন আলগা,
ভাইরা আমার জীবন দিছে ভূলে গেছে বাংলা।


যাদের ত্যাগে পতাকা পেলাম, পেলাম মাতৃভূমি,
তাদের ক্থাই মনে নাই,ভূলে গেছি আমি।


কাদের তুমি ধন্য বল,কারে কও মহান,
আমার মতে তারাই মহান ,যারা দান করেছে প্রাণ,
ত্যাগ করছে ধরার মায়া,ত্যাগ দিয়েছে জান,
বাংলার কাছে তারাই শ্রেষ্ঠ, তারাই মহান।


সোনার বাংলা,বিজয় দিবস ,স্বাধীনতা এইসব শহীদের দান,
কি করলে শুধবে এই ঋণ,কি হবে প্রতিদান।
হারালাম তোমাদের পেলাম স্বাধীনতা,
তোমারা মহান, তোমরা অমর বলতে নাইকো দ্বিধা।