গল্পগুলো রঙীন ছিল,
হঠাৎ করেই সাদাকালো।
ধুলোকাদায় মাখামাখি,
নোংরা জলে ধুয়া,
জীবন হুদাই,হুদাই জীবন,
এই দুনিয়াই ভূয়া।
ভাবি বার বার, করি চিৎকার,
ফুঁপিয়ে কাদে মন,করে জ্বালাতন।
মরনের পর, হবে দরবার,
কি হবে খবর।
নানা জাতি, নানা বিশ্বাস,
নানান জালে ঘেরা,
কেঊ জানে না কোনটা সত্য,
কোথাকার পথিক তারা।
পৈতৃক ধর্মে করে বিশ্বাস, রাখে আশ্বাস,
পাবে স্বর্গের সুখ।
শুধু স্বপ্ন, অলীক কল্পনা, বিধাতা তোমাতে বিমুখ।
ভেবে করছ,সময় নষ্ট,পথভ্রষ্ট,
নাদান মানবকূল,
বুঝবে,শুধু চাইবে শুধরাতে ভূল।