তুমি কি সেই মেয়ে,
যে হেসেছিলে বৈশাখে?
তুমি কি সেই মেয়ে,
যে এসেছিলে বৈশাখে?
তুমি কি সেই মেয়ে,
যার কানে দুল ছিল বৈশাখে?
যার খোপায় ফুল ছিল,
চুড়ি ছিল দুই হাতে?
রংধনু রুপে তুলে নিয়ে
এসেছিলে তুমি কি বৈশাখে?
আমার বাঁশির সুর শুনে
নৃত্য উঠেছিল কোমরে যার
গান বেজেছিল কন্ঠে,
বাতাস বয়েছিল কুন্তলে যার
দোল উঠেছিল শাখে।
তুমি কি সেই মেয়ে
যে এসেছিলে বৈশাখে?