বাজি ফাটাফাটি,কথা কাটাকাটি
আর ধুম ধারাক্কা ঢাক ঢোলক পিটিয়ে
চলে এলো বিয়ের দিন,
দিনে দিনে যে স্বপ্ন ধার করেছি,
জমা করেছি,আজ শুধিতে হবে তার ঋণ।
আজ ফাটাফাটি রুপে সাজানো
হবে বাসর,স্বপ্নগুলো আঁকা হবে রঙ্গিন,
আজ কঠোর হস্তে স্পর্শিতে হইবে
নতুন আর এক কোমল মাঠের তৃণ।
আজ ফাটাফাটি খেলা হবে উঠানে
শিশুতে শিশুতে,খুশির অগ্নিকান্ড,
ফাটাফাটি রঙ্গে মেহেদী পরবে হাতে
নারী-পুরুষে বাধবে অন্দরে তুমুল কান্ড।
একাকী আকাশে একটা চাঁদ উঠবে
সবাই ফাটাফাটি আনন্দে থাকবে মেতে,
দারুন সব রন্ধন হবে আজ,কোরমা,
পোলাও,সবাই একসাথে বসবে খেতে।
বাজান আজ ফাটাফাটি খুশি,কারণ
সে সুবিশাল অঙ্কের হিসাব কষবে,
কী প্রয়োজন ছিল ফাটাফাটি সব
কেই বা জানবে,কেই বা বুঝবে।
ফাটাফাটি আকারে নববরণে ফেটে
চৌচির হয়েছে আপনার অন্তর।
আরো একবার ফাটাফাটি হয়েছে
সে কথা ভেবেই আপ স্মৃতিকাতর।