ভেবেছিলাম দেশে স্বাধীনতা এসেছে।
কিন্তু যখন দেখলাম এই চৈত্রের খরায়
দেশের মাটি তার তৃষ্ণা মিটাচ্ছে
আমার ভাইয়ের রক্ত দিয়ে,
তখন ভেবে নিলাম আমরা পরাধীন।


ভেবেছিলাম দেশে কাল বসন্ত এসেছে।
কিন্তু যখন দেখলাম এদেশের আকাশে
বাতাসে অবাধে ভেসে বেড়াচ্ছে
আমার বোনের রক্তের গন্ধ,
তখন ভেবে নিলাম এটা কালো বসন্ত।


ভেবেছিলাম দেশের অনেক উন্নতি হয়েছে।
অনেক শিল্পকারখানা হয়েছে,
উৎপাদন চলে বেশ,তারই ধোয়া,গন্ধ।
কিন্তু যখন শুনলাম ধোয়া টিয়ারশেলের,
গন্ধ শিক্ষার্থীর শরীর থেকে আসে,
তখন ভেবে নিলাম দেশে মড়ক পড়েছে।


ভেবেছিলাম এবারের চৈত্রে ফসল পাবো।
কিন্তু যখন কোটার জোর দেখিয়ে
জমিদারের পেয়াদা তার লাঠিয়াল বাহিনি
নিয়ে এসে ফসল নিয়ে যায়,
তখন ভেবে নিলাম চৈত্র কালো হয়েছে।