মা গাছটির পাতা গেছে ঝরে,
সূর্যানলে চারা গাছটি পোড়ে।
মা গাছটি দাড়িয়ে কাঁদে পাশে,
খোকার ছায়া দিতে কে আসে!
বিকাল বাদেই আসলো মালি,
গেল একটু জলযোগ ফেলি।
মা গাছটি হলো ভীষন খুশি,
নতুন করে অগ্রে এল কুশি।
বড় হয়ে হলো কিছু পাতা,
নিজেই প্রতি নিজে দিল ছাতা।
বড্ড বেশি খুশি হলো মা'যে,
দুলিয়ে ছোয় মায়ের শরীর সাঝে,
ক'দিন বাদেই আবার এল মালি,
ছোট চারা নিয়ে গেল তুলি,
খোকা এখন বড় হবে নিজে,
মায়ের বুকে বিষের বীণা বাজে!