যুবক,চলো নবীন বীরের বেশে,
মিলবে সেথা তোমার স্বপ্ন এসে,
ভেবে দেখ করছ বাস কোন দেশে,
এমন বাঁশের পরে বাঁশ দিয়ে যায়
মানুষ কাহার দেশে?
ফিরবে তুমি ঘরে রক্তাক্ত লাশে,
তবু দেশকে তুমি উঠি দাও বাঁশে।
যুবক চলো নবীন বীরের বেশে।


জোর-জুলুম আর অত্যাচারের তোরে,
ন্যায়পথে আর চুরি করে না চোরে,
অস্ত্র ধরে তোমার কন্ঠে এসে।
এমন খুনের পরে খুন হয়ে যায়
মানুষ কাহার দেশে?
এমন প্রতারনা পায় যে ভালবেসে।
দুর্নীতিকে রোখো তুমি হেসে,
সন্ত্রাসীদের দমন কর যক্ষা কাশি কেশে।
যুবক,চলো নবীন বীরের বেশে।


রাজনীতিবিদ বসে থাকে ঘরে,
তার মারাঠা মরে গাড়ি চাপা পড়ে,
চলতে গিয়ে নোংরা রাস্তার শেষে।
এমন আপন ঘরে যুদ্ধে মানুষ
মরে কাহার দেশে?
থাকে বাবার হাতে ছেলে খুনের ত্রাসে।
অস্ত্রাগারে ধ্বংসযজ্ঞ জ্বালাও তুমি রোষে,
প্রশ্নধারী,নিঠুরিয়া মারো তুমি ফাঁসে।
যুবক,চলো নবীন বীরের বেশে।


ধুমপায়ী আর মদ্যপায়ী রাস্তা দিয়ে ঘোরে,
যুবতীদের তুলে নিয়ে যায় দেহের লোভে পরে,
মাকে মারে টাকার লোভে নেশে।
এমন স্বামীর হাতে বউ খুন হয়
বলো কাহার দেশে?
যৌতুকের দায়ে বন্ধক সম্পত্তি বেশে।
নেশাগ্রস্ত,ধর্ষকদের মারো তুমি শ্বাসে,
যেন শান্তি ফিরে আসে সোনার বাংলাদেশে।
যুবক,চলো নবীন বীরের বেশে।