পৃথিবীটা এতটা অন্ধকার কেন হলো?
এর জন্য যদি কোন উজ্জ্বল আলো না থাকবে
তবে কেন এ পৃথিবী সৃষ্টি।
পৃথিবীটা এত বেশি অন্ধকার যে
বাদুর কিংবা চামচিকা না হলে
স্বচ্ছন্দে জীবন কাটানো অসম্ভব।
তবে কি বলতে হবে এ পৃথিবী শুধু
বাদুর,চামচিকা আর পেঁচার জন্য?
যদি তাই না হয়
তবে আলো জ্বলছে না কেন?
অন্ধকার একটি ছাদের কোথায় যে
একটা মোমবাতি আর দেশলাই আছে
তা খুজতে খুজতে অনেকে
পা ফসকে ছাদ থেকে পরে গেলে।
কেউ হয়তো খুটিতে গুতো খেয়ে
নিঃশেষ হয়ে গেছে।
তারপরও এই পৃথিবীটা,
সেতো অনেক বড়ো।
সে যে এতটা অন্ধকার তা কি
কতিপয় প্রাণী ছাড়া অনেকেই বোঝে?
তাহলে কেন আলো জ্বলছে না।
এমন কথাগুলো শুনে কারো কি
রাগে গা জ্বলছে না?
তবেই হয়েছে!
শেষ ভরসা এই ছিল।
তোমরা এই অন্ধকারে থেকে
এত বেশি নিস্তেজ হয়েছো যে,
বারুদ বৃষ্টিতে ভিজলেও এমন হয় না।
তোমাদের দিয়ে কাজ নেই।
যারা আলোর সন্ধানে আছো,থাকো।
যারা অন্ধকারে থাকতে চাও,থাকো।
আলো দেখলে পালিয়ে যেও।
নয়তো চামচিকার মতো রাস্তায় বসে থাকবে।
সবাই তোমাদের পিষে যাবে।
দেখো,আলো জ্বলবে,
হবে অন্ধকারের পরাজয়;
সে আলো আজীবন জ্বালিয়ে রাখবো,
আছি শুধু প্রথম আলোর প্রতীক্ষায়।