কবিপ্রেমী,
কলম আর লিখে না,
হয়তো নিবটা ভেঙ্গে গেছে,
না,ভাঙ্গে নি।
হয়তো কালি শেষ।
অনন্তকালের জন্য।


শুনছো?
আমার কলম আর লিখে না।
কবিতা,গল্প,উপন্যাস কিছুই লিখে না।
কলম অকালে শেষ কালি ত্যাগ করেছে।
এখন লিখব কী করে?
কেউ তো আর কালি দেয় না।
নতুন কলমও না।


কে দিবে এসব?
যার কবিতা পড়ারই কেউ নেই তারে আবার কলম দিবে কে?
আমার কবিতা আর কেউ পড়ে না।
তাইতো কলম আর লিখে না।
খুব লেখা হয় নি।
তার জন্যই তো লিখছিলাম।
তবুও সেই আমার কলম থেকে কালি শুষে নিয়ে যায়।
কার জন্য লিখব কবিতা?
কি দিয়ে লিখব কবিতা?
কলম তো আর লিখে না।
কলমের কালি নেই তাই নিশ্চিন্হ ঠিকানা।
কলম আর লিখে না।