দেয়ালের গা বেয়ে চুইয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা,
বাইরে ঘাসের উপর দাড়িয়ে তুমি একা।
হাত তুলে বৃষ্টির পানি ধরছো,
তোমার হাত থেকে ঝরে পড়ছে সে পানি।
রং বদলে যায় পানির।
বৃষ্টির পানির স্বাদও মিষ্টি হয় তোমার হাতের ছোয়ায়।
পাহাড়ের বুকে লতাপাতার মাঝে যেমন ঝরণা বয়ে নামে
তেমনি তোমার মাথার চুল চিড়ে ঝরে পড়ে জল।
ছুয়ে দেয় তোমার আখি,
পায় তোমার গালের উষ্ণ ছোয়া।
মৃদু বাতাস তোমার চুল ওড়ানোর বৃথা চেষ্টায়
অবশেষে হেরে যায়।
সকল শূন্যতার মাঝে তুমিই
ব্যতিক্রম করে দিলে এই মেঘলা দিনটি।
বড় বেশি ইচ্ছা করে বৃষ্টি হতে,
যাতে তুমি প্রতিদিন ভিজতে পারো।
খুব ইচ্ছে করে তোমার প্রিয় হতে,
তোমার কাছে আসতে বড়।