ডুবে যায় সুর্য,
নেমে আসে চাঁদ।
ঘিরে ফেলে অন্ধকার,
হয়ে আসে রাত।


এসব তো রোজ হতো,
কিন্তু আজ হয় না।
আজ তোমার হাতে অন্য হাত,
কিছুতেই আমার সয়না।


আমি চাই সন্ধ্যা নামুক,
সময়টা হোক গত।
সত্য থেকে পালিয়ে বাঁচতে,
চেষ্টা করছি শত।


দুঃখের সময়টা বড় নিষ্ঠুর,
দৌড়ায় শিরায় শিরায়।
আর স্মৃতিরা বড় প্রতারক,
বারবার অতীত ফেরায়।