মন চায় কিশোরীর হারিয়ে যাওয়া দুল হতে...
খুজবে সারা বিকেল জুড়ে,
আমি থাকব আড়াল হয়ে।
সন্ধ্যে বেলায় নিরাশ হয়ে,
চলে যাওয়ার ইচ্ছে হলে,
শেষ বারের মত খুজবে যখন,
আমি দেখা দেব তখন।।


মন চায় কিশোরের হাতের খুচরো পয়শা হতে...
যদি কখনো যাই হারিয়ে,
কিশোর তখন খেলা ফেলে,
খুজবে আমায় হতাশ মনে।
আর আমি অধম চুপটি করে,
থাকব তাহার পকেট কোণে....।।


মন চায় ঈদের চাঁদ হতে...
পাড়ার কিশোর কিশোরীরা ঘর হতে,
বের হবে যখন দল বেঁধে,
আমি তখন মেঘের চাদরে,
ঘুমিয়ে পড়ব বেশ আদরে।
হঠাৎ কোন দস্যি বাতাস,
আমায় যদি করে উদাস।
আমি তখন জাগব হেসে,
যাবো ওদের ভালবেসে...।।