অথচ তোমার পোষা বিড়ালের গল্পটা শেষ করার কথা ছিল,
তোমার  বাড়ির সামনের পাহাড়ের গল্পটা, ওটাও তো বললেনা!
কি আশ্চর্য! ভয়ানক সে স্বপ্নের গল্পটা শেষ করবানা নাকি?
চাঁদ নাকি নেমে আসবে ছাঁদে, কবে আসবে বলনেনা তো!


ও হ্যাঁ, তোমাকে নিয়ে লেখা কবিতা শেষ  করেছি কিন্তু!
না! নতুন কিছুই লিখিনি, যেটুকু তোমাকে পাঠিয়েছি, ওখানেই শেষ।
সত্যি বলতে খুব অল্প সময়ের জন্য তোমাকে পেলাম,
-নতুন ভাবনাগুলো বড্ড বিরহের!
একটা ভালোবাসাযুক্ত কবিতা বিরহ দিয়ে শেষ করতে চাইনা।


তোমার কেয়ারলেস প্রেমিকের কি খবর?
বড্ড ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম কি?
তুমি বেশ ব্যস্ত হয়ে গেছ তাই না?
অনেকদিন তোমার দেখা নেই!
আসলে জীবনটাই ব্যস্ততার,
আমাকে দেখো,  সেই কবে থেকে শুরু করেছিলাম;
ভীড়ের মাঝে হারিয়ে গেছি আজ!
পল্টন থেকে শাহবাগ জ্যামে এখনো হাঁটি,
আগের মতো দ্রুত না, ইদানীং পায়ের ব্যথাটা অনেক বেড়েছে!
আমি মানুষের মাঝে হারাতে চাই,
চারিদিকে এত মানুষ, কই তুমি তো কোথাও নেই!


জীবনের এই প্রান্তে তোমার শূন্যতা আমায় বেশ ভাবাচ্ছে,
একা থাকাটা অভ্যাস হলোনা কেন বলতো?
পুরনো স্মৃতিপটে ফিরে যাই নির্ঘুম রাত্রিবেলা!
পোষা বিড়ালের মিউ মিউ ডাক কিংবা
পাহাড়ের গল্প শোনার প্রবল আগ্রহ রয়েই গেল!


জীবনে এ ছন্দ পতন আসার কথা তো ছিলনা,
আমাদের দেখে চাঁদ নেমে আসার কথা ছিল ছাঁদে,
কবে নেমে আসবে সোনার ডিমের মত চাঁদ?
আমি প্রতিক্ষারত, -নেমে আসা চাঁদ দেখার,
পাহাড় এবং পোষা বিড়ালের গল্প শোনার;
আমি প্রতিক্ষারত তোমার!!!