বেদনফুল
মানিক বৈরাগী


কামিনীর কাছেই দেখেছি সুন্দরের বিভৎস রুপ
কামিনীর কাছেই সমর্পণ করেছি আমার সর্বস্বত্তা


রাতের দরোজা-জানালার সকল কপাট খোলে দি
যুদ্ধংদেহী গতিলয়ে আসে জোসনা প্লাবিত কামিনী


কামনা কাতর লীলা-লাস্যে অস্থির শয্যায় চন্দ্রাবতী
চন্দ্রাবতীর তির্যকযোনি রসের তীব্রতাই চন্দ্রজ্যোতি


চন্দ্রাবতীর মাতাল জোসনা ঝড়ে অবগাহনে অংকুরিত
রজনী ও কামিনীর যন্ত্রণা উৎসারিত সুভাষিত বেদনফুল।
৩০কার্তিক ১৪২৬
১৫নভেম্বর ০১৯
##