জ্বর


মানিক বৈরাগী


তিলে তিলে ধীরে ধীরে একটু একটু করে চুষে নিচ্ছে
দেহ-মন-মগজ-উচ্ছাস-উদ্ভাবন-সৃষ্টিশীলতা
সব মননশীলতা
একদা সে আসতো জানান দিয়ে
সতর্কবার্তা দিতো অগ্রিম
সে এখন বসত গড়েছে প্রতিটি কোষের রন্দ্রে রন্দ্রে
আরাম আয়েস করে,চুষে,চিবিয়ে খায় দেহের গ্লোকোজ হিমোগ্লোবিন
যখনই মনচায় তখনই যাতনাক্রম চালায়
সময়ের  বাঁধাধরা কানুন সে মানেনা, অবাধ্য


আমি তারে পারি না রুখতে , প্রতিরোধে প্রতিশোধ নিতে
ধুমড়ে মুচড়ে ক্লান্ত হলে ক্ষান্ত দেয় আমায়
আমি অসহায় আত্মসমর্পণ করি।
সে আর কেউ নয় জেল জুলুম রিমান্ড
অমাবস্যা পূর্ণিমার চম্বুকিয় শক্তির আকর্ষণ বিকর্ষণ।


এমন করে বাধ্য হইনি অন্য কারো কাছে
স্বপ্নেও কেউ করেনি দুঃসাহস
এমন সর্বগ্রাসী মহাপরাক্রমশালী শক্তিধর
  স্পর্শের অনুভূতির বাইরে তাকে যায়না দেখা
অশরীরী অপ্সরা উষ্ণ বায়ুবীয় স্বত্বা
যার কাছে করতে হয় অসহায় আত্মসমর্পণ
সে আর কেউ নয় সুপ্ত গুপ্ত প্রেম বেদন পিয়াসি জ্বর।
সংশোধন
০৩অগ্রহায়ণ ১৪২৬
১৭নভেম্বর ২০১৯।