মৃত্যুর গান গাই -


মানিক বৈরাগী
এক
নগর নিরব নীল জোছনায় ডাকাত শীতের কামড়
সাদা কুয়াশায় ভিজে সুবেহ সাদিকের কর্পূর সুরভি মেখে
মহুরীর ভাটির টানে, আমিও ভেসে চলি তৃতীয় মৃত্যুর দেশে।
কখনো কাঁদেনি বৃক্ষ পাতা ঝরে গেলে
কখনো ভাবেনি নদী বিগত স্রোতের লাগি
তবুও পলি জমে তলানিতে, চর জাগে বাস্তুহীনেরা স্বপ্ন দেখে।
প্রতিদিনের ঝরাপাতা পলির স্তুপ জমে মনের অতলে
হৃদয়চরে ফুটেছে নীল ক্যাকটাস, স্বপ্ন দেখেনি কেহ
আমি শুধু স্বপ্ন দেখি চতুর্থ মৃত্যুর দেশ।


ফসফরাসের সচল ছুটাছুটি।


নোট
মৃত্যুর গান গাই
আমার দীর্ঘকবিতা'র প্রথম পর্ব।