শান্তি আসেনা
মানিক বৈরাগী
বোবা দেয়ালে পোস্টার হয়ে লেগে থাকি
  দ্রুতলয়ে হেটে যায় মিছিল রাজপথে
সমস্বরে শ্লোগান ধ্বনিত হয় বজ্রকন্ঠে।


শ্বাস প্রশ্বাসের জলাভুমিতে ফুটেনা পদ্মলোচন
শীতল হাওয়ারাও দোলা দেয় সুন্দরি ফেনাফুলে
পরিত্যক্ত ঘোষিত করেছি যাদের
সেখানে কেউ কেউ ছুঠে মুত্রঘ্রাণ পেতে।


গোবরা পোকারা ও আসে তামাকের ক্ষেতে
পরাগায়ন প্রজনন মৌসুমে কিট-পতঙ্গ ছুটে
  ফেনাফুলের নিষিক্ত মধুরেণু চুষে উড়াউড়ি করে
বিষাক্ত জনন প্রজননের জালবিস্তার করে বিশ্বায়নের
তুবুও
মিছিল হয় মিছিল আসে,শান্তি আসেনা।