যদিও নিজের জীবনটা এখন
একটা কাহিনী মনে হয়.
তবুও তোমার কাছে এখনো গল্প শুনতে মন চায়.
যদিও এখন বুঝতে পারি.
সব মা হওয়া মুখের কথা নয়.
এখনো কান্না পেলে কেন জানি না.
তোমার বুকেই মাথা রাখতে ইচ্ছে হয়.

যদিও সময় এখন অন্য
আমিও সময়ের সাথে ছুটি জোড়ে
তবুও নীরবতা যখন গ্রাস করে.
তোমার কথা বড্ড মনে পড়ে.
শাসন তুমি করতে যখন রাগ হতো তোমার উপরে.
এখন যেন মনে হয় সেই
শাসনটাই যদি পেতাম ফিরে.

পাল্টে গেছে নিয়ম অনেক.
শুধু পাল্টায় না জানি মায়ের ভালোবাসা.
তাই তো সুখে হোক বা দুঃখে
মায়ের কোলে বারবার ফিরে আসা...!