"একটি চিরন্তন প্রেমের আলেখ্য"
রচনা এবং  আবৃত্তি তে মানিক পাল।  
রচনা কাল : ২৩শে এপ্রিল ২০২১, ব্রাসেলস, বেলজিয়াম


তুমি জানতে, জীবন প্রদীপের শিখা ক্ষীণ হয়ে আসছে
তোমার চব্বিশ  বছরের পাকানো সলতেটির অক্ষমতা ,  
তাই  নিশি রাতে লক্ষীপেঁচার ডাকের অশনি সংকেত  
হয়তো জানিয়ে  দিত তোমার জীবন ছুটির ঘন্টায় ।।


সমুদ্র পতনের শঙ্কায় চাঁটি যেমনি
আঁকড়ে ধরে থাকে বিশাল কালো আকাশটিকে,
তেমনি তুমি আমায় জড়িয়ে ধরে রাখতে  
যদিও জানতে, ছুটির ঘন্টা থামিয়ে দেবার আমার অক্ষমতা কে।।


সীমাহীন অবাধ্য প্রেমের অন্তহীন সাগরে
অনিশ্চয়তার ভেলায় দুরন্ত যুগলের যাত্রা  ছিল অফুরন্ত অঙ্গীকারে ,
দুজনেই চেয়েছিলাম এক চিলতে করে জমি কিনতে
যেখানে মনের শিকড় নেমে গেছে অনেক অনেকটা গভীরে ।।


তুমি চেয়েছিলে রাধার মত প্রেমে কলঙ্কিনী হতে,
আমি চেয়েছিলাম কৃষ্ণের বাঁশি ছিনিয়ে তোমায়  শোনাবো বলে,
তুমি চেয়েছিলে ভালোবাসা মোদের কোন নামে লিখে যেতে
আমি চেয়েছিলাম নামহীন প্রেম পাথরে ক্ষুদিয়ে রাখতে ।।


চুম্বনের দৃঢ়তায় রাতটিকে বাঁচিয়ে রাখতে চাইতে অনন্তকালের রাতে,
শরীরের উষ্ণ উপত্যকায় গলিয়ে দিতে চাইতে আমার দাম্ভিক পৌরুস্বত্তকে।
নিরালা যামিনীর আল্হাদের অবসাদে নেতিয়ে পড়তে আমার সবল বাহুতে  
ফিসফিসিয়ে বলতাম –
অর্চি, তুমি চলে গেলে  
কে বাঁচবে মোদের  অবিকশিত প্রেমের কুঁড়িটিকে?

আধ ভেজা করুন ওষ্ঠে মুক্তো ঝরিয়ে বলতে  –
দূর পাগলু, প্রেমের কি কোন মৃত্যু আছে ?
প্রেমের জন্ম আছে মৃত্যু নেই,
প্রেম কোটি বছর আগে ছিল, এখনো ও আছে,
কোটি বছর পরেও থাকবে প্রেমিকদের মাঝে ।।


চোখের খাঁজে র  অবাধ্য অশ্রূবিন্দু
তোমার কপোলে ঝরতে  না দিয়ে বলতাম  -
তুমি হারিয়ে গেলে কোথায় খুঁজবো তোমায়?
বলতে – মানু, আমি নক্ষত্র হয়ে লুকিয়ে থাকবো সপ্তর্ষি মণ্ডলের আড়ালে,
আমি তোমার প্রেমের চাতকিনী হয়ে উড়ে বেড়াবো নীল হ্রদের উপকূলে।
আমাকে খুঁজে পাবে তুমি তাঞ্জেনিয়ার সারেঙ্গেতি জঙ্গলে
যেখানে ভরা পূর্ণিমায় থাকবো আমি নগ্ন তনু ভেজাতে।
চুলের গন্ধ ছড়িয়ে দেব বেলী ফুলের পাঁপড়িতে
কুচযুগলের ঘ্রান পেয়ে যাবে তুমি হাঁসনাহেনার মোদিরাতে ।
পূর্ণিমার চাঁদ ধরে নিয়ে এসে দেখা দেব আমি কায়াতে,
নায়েগ্রার রামধনুতে মিশিয়ে দেব আমার অপূর্ণ প্রেমের মায়াতে।।  


অর্চি , বহু কাল  ধরে স্মৃতির নিরুত্তাপ ছাই
আশার কৌটোয় ভরে খুঁজে বেড়িয়েছি তোমায়
কত রাজপথ কত জন পথে, নীল হ্রদের উপকূলে।  
সপ্তর্ষি মণ্ডলের আড়ালে, সারেঙ্গেতির  জঙ্গলে।
বেলী ফুলের পাঁপড়িতে, হাঁসনাহেনার মোদিরাতে।
কোথাও পাইনি খুঁজে নায়েগ্রার রামধনুর  জলগর্ভরে ।।


হয়ত এই জন্মে  খুঁজে পাবোনা তোমায়
দেবতার করল গ্রাসে,  
কথা দিলেম, জন্মান্তরের  ধ্রুবতারা হয়ে থাকবো আমি
তোমারই বাহু ডোরে, অনন্তকাল সপ্তর্ষি মণ্ডলের আড়ালে।।