আয়নাতে  ধুলো জমেছে
ঝাড়া হয়নি অনেক দিন
পরিস্কার করতে ভয় পাই ।


কিছু মিছে কল্পনা থাকা ভাল
নতুবা নিজেকে খুব নিঃস্ব মনে হয়
এতে হয়ত কারো কোন ক্ষতি নেই।


সব ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে
নিউটন বিজ্ঞানী বলেছিল কোন কালে
নিয়মটা সবসময় খাটেনি  শুধু হৃদয়ের ক্ষেত্রেই।


কোন রাস্তার যাওয়া আছে শুধু ফেরা নেই
কিছু জীবন শুধু একদিকে ঘোরে
নিরর্থক নির্বোধ   ঘড়ির কাঁটার মতোই।


সময়ের বুক থেকে স্মৃতি কেড়ে নিলে ভাল হত
বয়ে বেড়াতে হত না অনর্থক একটা বোঝা
একটা সময়ের পর হৃৎপিণ্ডেরও বিতৃষ্ণা জাগে।


আমাদের জীবনে মান  অভিমান খুব ভাল জিনিস
নতুবা নিজেকে মানুষ বলেই চিনতে পারতাম না
আহার, নিদ্রা আর মৈথুন তো সব প্রাণীর সহজাত ধর্ম।