অসহিষ্ণু


মণীষ


হে আমার   পিতৃপুরুষের পবিত্র মাটি
একটু তো সহনশীল হতেও পারতে ।


১৯৪৬ মনে হয় আজও তুমি ভুলতে
দিতে চাও না স্মৃতির পাতা থেকে,
যেদিন বিনা অপরাধে
উৎপাটিত হল আমার পিতামহ
তার আজন্ম লালিত ভিটেমাটি হতে।


আমরা তো ভুলতে চেয়েছিলাম
মেনেই নিয়েছিলাম বিপর্যয়।


কিন্তু হায়! তোমার পরিবর্তন হল না।
এই তো সেদিন দেখলাম
ধর্মের কট্টর রোষানলে 
পুড়ে গেল বাবা আলাউদ্দিন খাঁর বাড়ী ।
কী অপরাধ ছিল ঐ দেবদূর্লভ সুরসাধকের?
মনে রেখ
আগামীকাল কিন্তু তোমার কাছেই উত্তর চাইবে কুমিল্লা।


তুমি তো এমন ছিলে না।
তোমার মাটিতেই একদিন জন্ম নিয়েছিল
পণ্ডিত শীলভদ্র।
প্রেম ও জ্ঞানের আলো জ্বেলেছিল বিশ্বময়।


আমি নিরীশ্বরবাদী।
কিন্তু যখন দেখলাম কতিপয় কূচক্রী
পবিত্র গ্রন্থের আড়ালে মনুষ্যত্বের অবমাননায়
এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত
তখন মনে হল,এ কোন জন্মভূমিতে মৃত্যুর আগে
অন্তত একবার ফিরতে চেয়েছিলেন আমার বাবা!
ভালই হল।  বাবা আজ বেঁচে নেই ।
এই দুঃসহ সংবাদ তাকে শুনতে হল না।


শাস্ত্রে আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরীয়সী।
জানিনা এ কেমন সকাল  !
হে কুমিল্লা, হে আমার পিতৃপুরুষের পবিত্র জন্মভূমি  
আজও তোমার গর্ভে কেন হিংসার জন্ম হয় ?