তিরিশ বছর পেরিয়ে গেল
আমরা ছেড়েছি হাত।
স্বামী,ছেলে,বৌ নিয়ে
তোর এখন পরিপূর্ণ সংসার।
আমারও তো পঁচিশ বছর
পার হওয়ার পথে।


এখন যদি একে অন্যকে জিজ্ঞেস করি
কেমন আছিস  ?
কেমন যেন অদ্ভুত ঠেকে।


আমি জানি তুই সুখী গৃহীণী
আমিও মোটামুটি সফল।


তবুও প্রতি ফাল্গুনে পূর্ণিমার রাতে
তোকে ছাড়া চাঁদ বিবর্ণ মনে হয়।


জানিস চিত্রা
গত তিরিশটা বসন্ত উৎসবে
আমি রঙ স্পর্শ করিনি।


কেন  ?


মানুষে ভাল একবারই বাসে।



প্রেম ছাড়া জীবন তো
একটা সময়ের নিত্যতা সূত্র
আজ হোক বা কাল
কেটে সে যাবেই
এক ক্লান্ত অবসন্ন মলিন অপরাহ্নের মত।