বৃদ্ধ বয়সের তিনটে সম্বল
স্মৃতি,লাঠি আর অম্বল।


ছোটবেলায় স্কুলের যে বন্ধুগুলোর
মুখ দেখলেই গা জ্বলে যেত
আজকের সন্ধ্যাবেলায় তাদেরই
মনে হয় হৃদয়ের অলিন্দ, নিলয়।


ছোটবেলার রেষারেষিটা ছিল
বেশী নম্বর পাওয়ার
রেষারেষিটা আজও আছে
তবে সেটা কম নম্বরের।
অঙ্ক, বিজ্ঞান আর সাহিত্যের বদলে
কোলেস্টেরল, সুগার আর ইউরিক অ্যাসিড ।


ইচ্ছে তো আজও করে ওদের নিয়ে
মেতে উঠি দস্যিপনায়।
বুকটা ধড়ফর করে , হাঁটুদুটো নড়বড়ে
হাতদুটো কাঁপে থরথর।
ফেসবুকে মেসেজ পাঠাই
তারপর চেয়ে থাকি তীর্থের কাকের মত
যদি কখনও কেউ উত্তর পাঠায়।


এখন থলে গোছানোর পালা
গুটিয়ে এনেছি সব কাজ কারবার
অনেক কাজ রয়ে গেল বাকী
অতৃপ্তির ঝুলিটাও বেশ বড়ো
সময়ের বালুঘড়ি শূন্যতার দিকে দৌড়য়
শেষযাত্রায় হোক বোধদয়
যাকিছু পেলাম না তা আমার নয়।