তারকাঁটার ওপর হাত রেখে
ওপারের জেলেদের
মাছ ধরা দেখছিলাম।
ছোটবেলায়
অনেক করেছি দাপাদাপি
ওই জলে।
একটা কৈ মাছ  !
কেমন করে যেন
জাল থেকে ছিটকে
তারকাঁটা পেরিয়ে
এপারে এসে পড়ল।


তুলে একটা বালতিতে রাখি।
কিছুক্ষণ পরে জেলেরা চলে গেলে
মাছটাকে ছুঁড়ে ফেললাম ওই পুকুরে।
বললাম, ফিরে যা নিজের জন্মভূমিতে।
ও বলল, তুমিও ফিরে চল।
আমি বললাম ,
আমার কোন জন্মভূমি নেই।
আছে শুধুই একটি তারকাঁটা।