জীবনে চলার গতি অতি দ্রুততর
এই শুরু এই শেষ জীবন প্রহর ।
কত আশা ভালবাসা স্বপ্ন বুকে কত
মানুষের মনে নিত্য ফুটিছে সতত ।


জাগিছে মানব মনে আকাঙ্ক্ষা কত না
মনে ও মগজে কত কল্প বীজ বোনা
যদিও সবাই জানি ব্যর্থ সব আশা
ফুল ফোটে ঝরে যায় থাকে না প্রত্যাশা ।


জীবনের দিনগুলো স্বপ্নের মতন
দ্রুত পদচিহ্ন আঁকি ছোটে সর্বক্ষণ ।
একদিন ভেঙ্গে যাবে জীবনের মেলা
সময় ফুরিয়ে যাবে শেষ হবে খেলা ।


বন্ধু তাই মিছে এই জীবন সংসার
যেদিন ফুরিয়ে যায়,আসে নাক আর ।



(আমার বাবা কবি মোঃ আব্দুল মান্নান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি ববি মাহ্জাবীন তার সম্মতিক্রমে আসরে কবিতা পোস্ট করলাম । আমার বাবার জন্য দোয়া করবেন ।)