ঝর ঝর বৃষ্টি ঝরে নিশি দিন মান
এসেছে আষাঢ় দিন থই থই বান ।
নদী নালা খাল বিল জলে ভরা মাঠ,
বেঙ ডাকে খানা খন্দে ডুবে গেছে ঘাট ।
বাংলার শাশ্বত দিন বরষা মেদূর
মেঘ মন্দ্র বজ্রনাদে কাঁপে হৃদিপুর ।
বরষার জলোচ্ছ্বাস ঘরে মাঠে বনে,
কখন ও বা ঘনবৃষ্টি ঝরে ক্ষণে ক্ষণে ।
ঘন মেঘে ছেয়ে গেছে আকাশ আঁধার
দুপুরের রৌদ্র দিন ঘোর অন্ধকার ।
গলে গলে পড়ে বৃষ্টি বনে মাঠে ঝিলে
কৃষাণেরা করে কাজ ভিজে সবে মিলে ।
শীতল বৃষ্টির ছাঁট, দমকা বাতাস
ঘন ঘন বজ্র পাত কী যে সর্বনাশ ।
সুদূর মাঠের প্রান্তে আঁধার আঁধার
ভিজে মাঠে গরু গুলি ডাকে বার বার
সন্ধ্যা নামে বর্ষা দিন, ঘরে ফিরে চাষী
কাদা বৃষ্টি সারা গায়ে, জলে গেছে ভাসি ।
চারিদিকে বৃষ্টি জল,জলে ভরা মাঠ,
বাড়ি গুলি ক্ষুদ্র দ্বীপ,ভেঙে গেছে হাট ।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে সারা দিন
ঘরে ঘরে অবরুদ্ধ সবে অন্তরীন ।


"বরষার আয়োজন"