রূপসী বাংলার কবি তোমার বাংলায়
ধানসিঁড়ি তীরে নয় চন্দনার তীরে
পাংশার শ্যামল তীর্থে জীবনের ভিড়ে
দেখেছি বাংলার ছবি সকাল সন্ধ্যায় ।


যে বাংলার মুখে দেখি পৃথিবীর মুখ
দেখিতে চাওনি তুমি যে বাংলার সাথে  
মিশে গেছো তুমি আজ সন্ধ্যা ও প্রভাতে
তাইতো বাংলার মুখে আঁকা তব মুখ ।


সে বাংলার বাঁশবন অশথ ছায়ায়
ধানসিঁড়ি নদী তীরে খোলা নদী চরে
উড়িতেছে শঙ্খচিল বুনো হাঁস চড়ে
শ্যামলী ধানের খেতে কুহকী মায়ায় ।


বাংলার রূপসী নারী স্মৃতি মধূরেন
আমি খুঁজি তব চোখে বনলতা সেন ।



(কবি বন্ধু শ্রী স্বপন চক্রবর্তী  প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ  সনেট পোস্ট করলাম।)