হে আমার প্রিয় বন্ধু তোমাকে সালাম
বার বার মনে পড়ে  তব প্রিয় নাম ।
তুমি প্রিয় দার্শনিক,দর্শন বিজ্ঞান
তোমার অন্তর মাঝে বিধাতার দান ।
কিন্তু আমি ক্ষুদ্র কবি জানি না সহসা
কেমনে অন্তরে পশে জীবনের ভাষা
এই বিশ্ব ব্রহ্মান্ডের জ্ঞান প্রকৌশল
আমার জীবনে আনে স্ফুর্তি উচ্ছ্বল ।


সপ্তাকাশ ভূমন্ডল সৃষ্টি সুধা সব
বর্তমান ভবিষ্যৎ সে জীবনোৎসব
সবকিছু একসাথে একই পঙক্তিতে
সুস্পষ্ট মূর্তিমান জীবন সঙ্গীতে ।


সর্বকাল সর্বঠাঁই আজি একাসনে
জাগিছে হে দার্শনিক যেন মোর মনে ।