কী বাণী বহন তুমি করিছ একাকী
বানীবহ স্নিগ্ধ নাম আজি কহিবে কি,
কবে কোন শুভক্ষণে জেগে উঠে গ্রাম
কে রেখেছে কী কারণে বাণীবহ নাম ।


জানি নাক তবু তব প্রাসাদ প্রাঙ্গনে
বাতাসের হুহু ধ্বনি আজি বয়ে আনে
অকথিত সে বাণীর নীরব মূর্ছনা
নীরব ভাষায় ছন্দ নাহি যায় জানা ।


বাকরুদ্ধ হয়েছিল জানি না কখন
তাই তুমি সে বাণীরে করিছ বহন
যুগ হতে যুগান্তরে তাই বাণীবহ
সে বাণীর মর্মকথা কহ আজি কহ ।


সে বাণীকে মুক্তি দাও আজি শুভক্ষণে
বাণীবহ,তোমার এ উন্মুক্ত প্রাঙ্গনে ।