জীবনের মর্মমূলে প্রেম ভালোবাসা
সৃষ্টির প্রেরণা সুখ, সৃষ্টির উল্লাস ।
কী বিচিত্র সৃষ্টি রূপ, জীবন্ত উচ্ছ্বাস
অন্তরের উৎস হতে,কী বিচিত্র ভাষা ।
সৃষ্টির আদিম হ’তে বিপুল প্রত্যাশা
জীবনের কর্মযজ্ঞে নিয়ত উদ্ভাস
আনন্দ বেদনা স্মৃতি করে বসবাস
আলোক অন্ধকারে জীবনের আশা ।


কোন সে সুদূর হ’তে অন্তরে আমার
আসে আলো,আসে ভাষা,অন্তর্যামী যিনি
তিনিই ফোটান ফুল খুলে দেন দ্বার
প্রেম ভালোবাসা দিয়ে,নিত্য বিকিকিনি ।
তারই ভালোবাসা পেয়ে ধন্য এ সংসার
অন্তরে উচ্ছ্বাস জাগে,তাকে কিগো চিনি ?