আলো আর অন্ধকার দিন শেষে রাত
বার বার আসে আর আনে যে প্রভাত
সূর্যের কিরণের জাগে দিন আলোকময়
সূর্য আস্ত গেলে হয় নিশীথ সময়।
অন্ধকার নেমে আসে ঘনকৃষ্ণ ছায়ে
তখনই অমানিশা আমাদের গাঁয়ে।
রাতের আকাশে জাগি আনন্দ পুলকে
শত শত গ্রহ তারা মিটমিট ডাকে।
নিবিড় নিকষ ঘন অন্ধকার ক্ষণে
ঝিঁ ঝিঁ পোকা ডেকে যায় নীরব নির্জনে।
আমাবস্যা কেটে গেলে চাঁদ পূর্ণিমার
আনন্দে উৎসবে হাসে আলো দুর্নিবার।
মাঠে মাঠে আসে রাত চাঁদ জেগে থাকে
জাগায় পুলক হাসি আনন্দে কৌতুকে।