কী অপূর্ব মোহনীয় !শারদ পূর্ণিমা
সুনীল গগণ জুড়ে রূপালী নির্ঝর
চাঁদ বুড়ি সূতা কাটে যুগ যুগান্তর
সে সূতায় ভরে গেছে অসীম নীলিমা ।
রজত শুভ্র আলোয় ভরেছে অসীমা
তরল তরল রঙ্ ছুটে নিরন্তর
ছেদ নেই সীমা নেই অনন্ত অম্বর
ক্ষমার দৃষ্টিতে হাসে রূপ অনুপমা ।


নদী তীর ,মেঠো পথ আকাশের আলো
এক হয়ে মূর্ত হলো রূপালী আলোকে
অপার্থিব রঙে হলো হৃদি ঝলোমলো
বিস্মিত বিমূড় মন রূপ দেখে দেখে ।
এত রূপ রাখি কোথা বলো মন বলো
যেখানে হারালো মন রূপের চমকে ।